ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেপ্তার হওয়ার পর থেকে চরম অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটছে তার পরিবারের। শিল্পীর মেয়ে, ‘জলের গান’ ব্যান্ডের কণ্ঠশিল্পী ইন্নিমা রোশনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জানিয়েছেন, পরিবার নিয়ে তারা এখন মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় সাম্প্রতিক এক পালাগানের আসরে আবুল সরকার গান পরিবেশন করেন। পরে তার একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু আলেম-ওলামা ও তৌহিদি জনতা অভিযোগ করেন—গানে ‘মহান আল্লাহকে নিয়ে কটূক্তি’ করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভও হয়।
ঘটনার জেরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে আরেকটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা পুলিশের ডিবি। পরদিন তাকে থানায় আনা হয় এবং মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে মামলা করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আবুল সরকারের গ্রেপ্তারের পর তার ভক্তরা মুক্তির দাবিতে মানববন্ধন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৌহিদি জনতার একটি অংশ ভক্তদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর আহতদের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন ইন্নিমা রোশনি। সেখানে নিজের অসহায়ত্ব ও আতঙ্কের কথা উল্লেখ করে লিখেন— “আমরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা ভাষায় বোঝানো কঠিন। কেউ কখন আমাদের বাড়িতে হামলা করবে, পরিবারের কারও ক্ষতি করবে—এমন চিন্তা নিয়ে প্রতিটা মুহূর্ত কাটাতে হচ্ছে।”
তিনি আরও বলেন— “যারা এই দুরসময়েও পাশে দাঁড়িয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে সাহায্য করছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই।”
ইন্নিমা আহত বাউল শিল্পীদের নিজের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে লিখেছেন— “বাউল ভাইরা আমাদের পরিবার। আজ যারা আহত হয়েছেন, তারা আমাদেরই মানুষ। সবাই আমাদের



































