ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ১৭,৯০৭ প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন।
ইলেকশন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, পুরুষ ভোটার ১৬,৩৫৫ এবং নারী ভোটার ১,৫৫২। দেশের বাইরে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ায় ৭,৭৬৮ জন, জাপানে ৪,৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২,৩১১ জন এবং চীনে ১,২৮৯ জন।
প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এরপর ১৪৮টি নির্দিষ্ট দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়ার, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং ১৪–১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যে (সৌদি বাদে) থাকা প্রবাসীরা ভোট নিবন্ধন করতে পারবেন।
পোস্টাল ব্যালট নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারকে নির্দিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল এবং সঠিক ঠিকানা প্রদান করতে হবে। অ্যাপে বাংলা/ইংরেজি ভাষায় নিবন্ধন নির্দেশাবলী পাওয়া যাবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী ভোটাদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া দেশের নির্বাচনি ইতিহাসে গুরুত্বপূর্ণ। এছাড়া প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আনা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে চলছে।




























