• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

গ্রামের কিশোরী থেকে সুপারস্টার মাধুরী তিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ১১:৫১ এএম
গ্রামের কিশোরী  থেকে  সুপারস্টার মাধুরী তিনি
পূজা চেরি। ছবি: ফেসবুক থেকে

গত বছরও ঈদুল ফিতরে পূজা চেরি অভিনীত ‘জিন’ মুক্তি পেয়েছিল।  এবার ঈদে মুক্তির তালিকায় যুক্ত হলো তার নতুন সিনেমা ‘লিপিস্টিক’। গত শনিবার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। গত রোববার সন্ধ্যার পর ‘বেসামাল—ড্যান্স নম্বর ওয়ান’ শিরোনামে একটি গান প্রকাশের মধ্য দিয়ে ছবিটির প্রচার শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

পূজা বলেন, ‘ঈদ বাঙালিদের বড় উৎসব। সেই উৎসবে সিনেমা মুক্তি পাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন আনন্দেরও। ছবিটি ভালো কিছু হয়েছে বলেই মুক্তি দিচ্ছি আমরা।’

এই ঈদে ১২ থেকে ১৩টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে শাকিব খানের ছবিসহ বেশ কয়েকটি বড় বাজেটের ছবিও আছে। সেদিক থেকে ‘লিপিস্টিক’ প্রতিযোগিতার মুখে পড়তে পারে কি না, এ ব্যাপারে পূজা বলেন, ‘প্রতিযোগিতার কিছু নেই। এখানে কাজের প্রতি আত্মবিশ্বাসটাই বড় কথা। এই ছবির কাজে আমার সেই আত্মবিশ্বাস আছে। কারণ, কাজটি ভালো হয়েছে। গল্পের প্রয়োজনে কোনো কিছুইতে আপস করা হয়নি এখানে। ফলে কাজটি দর্শকের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।’

ছবিতে পূজাকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে—গ্রামের এক কিশোরী বুচি থেকে সিনেমার রঙিন দুনিয়ার সুপারস্টার নায়িকা মাধুরী। এক ছবিতে দুটি চরিত্রে কাজের অভিজ্ঞতা পূজার জন্য প্রথম। ফলে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজটি করতে হয়েছে তাঁকে, জানান পূজা। তিনি বলেন, ‘দুটি চরিত্র দুই ধরনের। আকাশ-পাতাল ব্যবধান। এটা করা খুব সহজ ছিল না আমার জন্য। কেমন করেছি, সেটা প্রেক্ষাগৃহে বসে দর্শকই মূল্যায়ন করবেন।’

এদিকে ঈদের ছবির মুক্তির আনন্দের মধ্যেও বিষাদের ছাপ রয়ে গেছে পূজার জীবনে। গত ২৪ মার্চ মা হারিয়েছেন তিনি। আফসোস করে পূজা বলেন, ‘মা, আমি তোমাকে কতটা ভালোবাসি, মা বেঁচে থাকতে তাঁকে তা বলতে পারিনি। আমি তো বুঝিনি, এত তাড়াতাড়ি মা আমাকে ছেড়ে হারিয়ে যাবেন, চলে যাবেন না ফেরার দেশে।’ তবে মায়ের রেখে যাওয়া উপদেশ, মায়ের রেখে যাওয়া সব কথা মাথায় রেখেই নিজেকে সামনে এগিয়ে নেবেন বলে জানান পূজা। এই অভিনেত্রী বলেন, ‘মা সব সময়ই আমাকে বলতেন, ‘‘পূজা তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে।’’ এখন সেসব কথাগুলো কানে বাজে। আমি আরও উৎসাহিত হই।’

পূজা আরও বলেন, ‘মায়ের রেখে যাওয়া কথা মাথায় রেখেই ঈদের ছবির প্রচার করতে হবে। নতুন নতুন কাজ করতে হবে। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আমার পথচলা। আমার সব কাজে ছায়ার মতো মা পাশে থাকতেন। সেই সময় থেকেই মা চাইতেন, আমি যেন আমার কাজ দিয়ে বড় জায়গায় পৌঁছাতে পারি। আজ মা নেই, মাকে আর ফিরে পাব না। কিন্তু তাঁর স্বপ্ন আমি পূরণ করতে চাই, পূরণ করতে হবে আমাকে। ’


ঢাকাই ছবির এই নায়িকার কথা, ‘মা মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গেল। কাজে ফিরতে হচ্ছে। তবে শত কাজের মধ্যেও মাকে ভুলে থাকা যাবে না। চলার পথে, কাজের পথে ঘুরেফিরে মায়ের স্মৃতি ডাকবে আমাকে। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মা–ও করতেন আমাকে। পরিচিতজনদের মা প্রায়ই বলতেন, “পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি।”’

তবে মা যেখানেই থাকুন, তাঁর সঙ্গেই আছেন বলে মনে করেন পূজা। তিনি বলেন, ‘মায়ের ঘরটা এখন শূন্য কিন্তু আমি ভাবি, মা ঘরেই আছেন। আগে যেমন করতাম, এখনো বাসা থেকে কাজে বের হলে, রুমের সামনে দাঁড়িয়ে বলি, মা আমি বের হলাম।’

Link copied!