বলিউড তারকা কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি ঘিরে চলমান আইনি টানাপোড়েন নতুন মোড় নেয় যখন দম্পতির দুই সন্তান দিল্লি হাইকোর্টে আর্থিক অনটনের অভিযোগ তোলে। তারা দাবি করে, যুক্তরাষ্ট্রে তাদের পড়াশোনার দুই মাসের কলেজ ফি এখনও পরিশোধ হয়নি।
সোমবার আদালতে কিয়ান কাপুর ও সামাইরা কাপুরের আইনজীবী মহেশ জেঠমালানি বিষয়টি বিচারকদের সামনে তুলে ধরেন। তার মতে, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বণ্টন ও দায়িত্ব পালনে যেভাবে অঙ্গীকার ছিল, বাস্তবে তা মানা হচ্ছে না। এই প্রেক্ষাপটেই তিনি ফি বকেয়ার বিষয়টি উল্লেখ করেন।
কিন্তু সন্তানদের এই দাবি আদালত মোটেই গুরুত্ব দিতে রাজি হয়নি। প্রিয়া কাপুরের (সঞ্জয়ের স্ত্রী) আইনজীবী রাজীব নয়ার স্পষ্ট জানান, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং ফি ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে।
এরপর বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করে, “এ ধরনের আবেগঘন গল্প আদালতের সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এমন প্রশ্ন আদালতে আসাটাই ভুল—এগুলো নিছক নাটকীয় অভিযোগ।”
চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় মৌমাছির কামড়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে পরিবারে জটিলতা তৈরি হয়েছে। আর সেই বিরোধের মধ্যেই এবার সন্তানদের ফি-সংক্রান্ত অভিযোগ সামনে আসায় বিতর্ক নতুন করে উসকে উঠেছে।
































