বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর দুই প্রধান চরিত্রাভিনেতা দিতিপ্রিয়া রায় এবং জীতু কমল-এর সম্পর্ক নিয়ে একাধিকবার চর্চা হয়েছে। কিন্তু, সম্প্রতি ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে নায়ক-নায়িকার মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে, যা এখন কার্যত সামাজিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সূত্র জানায়, দিতিপ্রিয়া এবং জীতু-এর মধ্যে চলমান দ্বন্দ্বের জেরেই শুটিং সেটে অশান্তি তৈরি হয়েছে। শুটিংয়ের সময় অসময়েই আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার ব্যাপারে নায়িকার আপত্তি মূলত এই সমস্যার সূত্রপাত করেছে। বিশেষ করে, গত কয়েকদিন ধরে জানা গেছে, জীতু কমল শুটিংয়ের সেটে আসেন দিতিপ্রিয়ার থেকে ১৫ মিনিট পরে, যা তার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলস্বরূপ, জীতু কমল শুটিং থেকে বেরিয়ে যান, এবং এ ঘটনার পর তাদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে।
এছাড়াও, বিশেষ করে রোমান্টিক দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় নায়িকা দিতিপ্রিয়া রায় নাকি আপত্তি জানিয়েছেন। এ কারণে শুটিং সেটে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও, এখনও পর্যন্ত জীতু কমল বা দিতিপ্রিয়া রায় কেউই এই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এ প্রসঙ্গে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী বলেন, "তাদের মধ্যে কী হচ্ছে, সে সম্পর্কে আমি কিছু জানি না। আমাদের শুটিং সময় কখনো মিলে না, তাই তাদের ব্যক্তিগত বিষয়গুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।"
তবে, ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভ্রজিৎ চক্রবর্তী জানান, "ধারাবাহিকটি চালু থাকবে কিনা, সেটা পুরোপুরি দর্শকদের ওপর নির্ভর করছে। দর্শক যদি চান, এটি চলবে। না চাইলে, বন্ধ হয়ে যাবে।"
এটি উল্লেখযোগ্য যে, এর আগে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়-এর মধ্যে পেশাগতভাবে কিছু সমস্যা প্রকাশ্যে এসেছিল। এমনকি তাদের সামাজিক মাধ্যমেও নিজেদের অনুভূতি শেয়ার করা হয়েছিল। বর্তমানে এই নতুন সমস্যা নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি দ্রুত কোনও সমাধান না হয়, তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি বন্ধ হতে পারে।

































