• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

আসছে টাপুর-ইয়াশের ‘দেশান্তর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৪:৩৬ পিএম
আসছে টাপুর-ইয়াশের ‘দেশান্তর’

আশুতোষ সুজনের সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমার নির্মাণকাজ শেষ হয়ে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

‘দেশান্তর’ সিনেমা গত জুনে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এ প্রসঙ্গে নির্মাতা আশুতোষ সুজনের মারফতে জানা যায়, ‘দেশান্তর’ সিনেমাটি এ বছরই মুক্তি পাবে। তবে কোন মাসে, কত তারিখে, সেটা জানাননি।

এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও নাট্যকার সতীর্থ রহমানের মেয়ে রোদেলা সুভাষিণী টাপুরের। সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন এই সময়ের দর্শকপ্রিয় মুখ ও জনপ্রিয় অভিনয়শিল্পী নরেশ ভূঁইয়া-শিল্পী সরকার অপুর পুত্র ইয়াশ রোহান।

 

Link copied!