• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

কী হয়েছিল মিশা সওদাগরের, হাসপাতালে অস্ত্রোপচার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:১১ এএম
কী হয়েছিল মিশা সওদাগরের, হাসপাতালে অস্ত্রোপচার
মিশা সওদাগর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। ৯ বছর আগে ‘মিসড কল’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই সময় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েও উঠেছিলেন। তারপর হঠাৎ সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।

দ্বিতীয় যাত্রায়ও প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন মিশা সওদাগর। কিন্তু এ যাত্রায় চিকিৎসকের পরামর্শ ছিল―কালক্ষেপণ না করে যেন দ্রুতই হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এ জন্য কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

এবার জানা গেল, মিশা সওদাগরের হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে কয়েক বছর আগে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন মিশা ভাই। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, মিশা ভাই পায়ের ব্যথায় খুব কষ্ট করেছেন। তবে অবশেষে সেটির অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। আপাতত ভালো আছেন তিনি। বিশ্রামে রয়েছেন। আমার এখান থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্ব মিশা ভাইয়ের হাসপাতালের। তাকে দেখতে যাব আমি।

Link copied!