• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

খেপেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১১:১১ এএম
খেপেছেন  চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ার নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকলেও পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প নিয়েও শিরোনামে উঠে আসেন তিনি। এবার তাকে নিয়ে ছড়িয়েছে ভুয়া সংবাদ। আর তাতেই চটেছেন এ নায়িকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে কিছুর সঙ্গে জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘...কট খেয়েছেন মিষ্টি জান্নাত।’ এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ায় প্রকাশ্যে ক্ষেপেছেন তিনি।

এ ব্যাপারে মিষ্টি জান্নাত সংবাদমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরেই দেখছি কয়েকটি পেজ থেকে আমার নামে মিথ্যা ভিডিও কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। সবশেষ একটি পেজে দেখলাম, আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা পড়েছি। এমন মিথ্যা সংবাদের পর থেকে সবাই ফোন দিচ্ছে আমাকে। এতে নানাভাবে বিব্রত হচ্ছি আমি।

তিনি বলেন, ছড়িয়ে দেয়া ভিডিওটি ঢাকায় একটি অনুষ্ঠান শেষে যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি, তখনকার। ওই সময় অনেকেই ছবি ও ভিডিও করছিল এ দৃশ্য। সেই ভিডিও দিয়েই নোংরা ক্যাপশন দিয়ে মনগড়া কনটেন্ট প্রকাশ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এ অভিনেত্রী আরও বলেন, এরইমধ্যে পোস্টে কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম ও কিছু কনটেন্ট ক্রিয়েটরদের নামসহ একটি তালিকা আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। তারপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। শোবিজ ইন্ডাস্ট্রির তারকা পরিচিতির বাইরে একজন দন্ত চিকিৎসক তিনি।

Link copied!