• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে শাকিবের মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ১২:৫৩ পিএম
রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে শাকিবের মামলা

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আদালতে প্রতারণা মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি।

শাকিব খানের আইনজীবী তানভীর আহম্মেদ তনু বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ পরে আসামি রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এর আগে, বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে যান শাকিব।

এর আগে, শনিবার (১৮ মার্চ) রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হন শাকিব খান। তবে তার মামলা থানা নেয়নি। থানা থেকে তাকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে রোববার (১৯ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনা করেন।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। সেখানে রহমত উল্লাহকে প্রযোজক বলে অস্বীকার করেন তিনি। তিনি বলেন, “রহমত উল্লাহ একজন ‘প্রতারক’। তাকে প্রযোজক বলা যাবে না।”

Link copied!