• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ জ্বিলহজ্জ ১৪৪৬

‘দরদ’ সিনেমার শুটিং শেষ, দেশে ফিরলেন শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:১৭ পিএম
‘দরদ’ সিনেমার শুটিং শেষ, দেশে ফিরলেন শাকিব খান
ভারত থেকে দেশে ফিরলেন শাকিব খান। ছবি: সংগৃহীত

দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারত শুটিং শেষ হয়েছে, এই খবর এখন পুরনো হয়ে গেছে। নতুন খবর হচ্ছে, ভারতে টানা ২০ দিনের শুটিং শেষ করে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ঢালিউড কিং নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ( ১৮ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশে আসার একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। বিকেল ৫টায় ফেসবুকে প্রকাশ করা ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দেশে ফিরতেই শাকিব ভক্তরা ভালোবাসা দিয়ে বরণ করেছে তাকে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সিনেমাটির পরিচালক অনন্য মামুন নিজের ফেসবুকে শাকিবের একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, দরদের শুটিং শেষে শনিবার শাকিব ভাই সাড়ে ৩টায় অবতরণ করবেন ঢাকায়।

গত ২৭ অক্টোবর বারাণসী থেকে শুটিং করেছে ‘দরদ’ টিম। টানা কাজ করে সেটির ইতি ঘটল বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। শুটিং এর মাঝে সিনেমার নায়ক-নায়িকাসহ অনেকে অসুস্থও হলেও,মনোবল হারাননি বরং কাজ চালিয়ে গেছেন।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে। এই নির্মাতা আরও বলেন, ‘‘দরদ-এর শুটিং শুরু হবে ২০ অক্টোবর। নভেম্বরে শুটিং শেষ হবে। ৬টি ভাষায় ২৪টি দেশে একসঙ্গে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।’’

‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, রাহুল দেব, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।  

Link copied!