• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহরুখের সিনেমার কপি শাকিবের ‘সোলজার’ — দাবি ভারতীয় গণমাধ্যমের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:০১ পিএম
শাহরুখের সিনেমার কপি শাকিবের ‘সোলজার’ — দাবি ভারতীয় গণমাধ্যমের

মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে দেশের সিনেপ্রেমীদের মাঝে এখন অন্যরকম আগ্রহ বিরাজ করছে। একদিকে যেমন নায়কের নতুন লুকে পর্দায় আসা আবার সদ্যই সিনেমার নায়িকা তানজিন তিশার ফার্স্ট লুক প্রকাশ- সব মিলিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে এমন মুহূর্তে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, বলিউড কিং শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে বলেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে 'কিং খান' নামে পরিচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার অনুরাগীরা প্রায় ত্রিশ বছর ধরে একই নামে ডেকে আসছেন। এবার শোনা যাচ্ছে, শাকিব সেই শাহরুখের ছবিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন।

আনন্দবাজারের দাবি, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই ছবিতেও রয়েছেন দুই অভিনেত্রী- তানজিন তিশা ও ঐশী।

এক সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের মতো।

উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!