বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। দুজনে দিল্লির একটি বিয়ের পার্টিতে নাচতে গিয়ে এক হলেন। তাদের সেই নাচের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় আলোচনার জন্ম দিয়েছে। প্রায়শই বলিউডের ‘করণ-অর্জুন’ হিসেবে খ্যাত এই দুই অভিনেতাকে একে অপরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানাতে এবং বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন করতে দেখা গেছে। তাদের একসাথে উপস্থিতি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তাদের বন্ধুত্ব উদযাপন করেছেন।
এবার তারা নজর কাড়লেন ‘ও জানে জানা’ গানের সঙ্গে নেচে। বিয়েটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল শাহরুখ ও সালমানের নাচ। সালমানের চলচ্চিত্র ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’-র এই আইকনিক গানটি অনুষ্ঠান চলাকালীন বাজানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শাহরুখ মূল নাচের ধাপগুলো মনে রেখে নাচছেন।
এই নাচ মুহূর্তেই অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই এই হৃদয়গ্রাহী মুহূর্তের প্রশংসা করেছেন।
নাচের পাশাপাশি, শাহরুখ ও সালমান বিয়ের অন্যান্য হিট গানের সঙ্গে পারফর্ম করেছেন। তাদের বর এবং কনের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে। একই অনুষ্ঠানে অভিনেত্রী জাহ্নবী কাপুরও পারফর্ম করেন
এদিকে সালমান খান পরিচালক অপূর্ব লাখিয়ারীর ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে দেখা দেবেন। এই চলচ্চিত্রটি ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি। ছবির শুটিং এ বছর লেহ-লদাখে শুরু হয়েছে। আগামী বছরের জুনে এটি মুক্তি পাবে।
শাহরুখ খান তার আসন্ন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ‘কিং’ নামের ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে সোহানা খানসহ দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জাইদীপ আহলাওয়াত, রাঘব জুয়াল এবং অভয় ভার্মাদের দেখা যাবে।
































