তৃতীয় বিয়ে নিয়ে শবনম ফারিয়া: নতুন করে ভালোবাসা শুরু করা লজ্জা নয়, সাহসের ব্যাপার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৪৯ পিএম
তৃতীয় বিয়ে নিয়ে শবনম ফারিয়া: নতুন করে ভালোবাসা শুরু করা লজ্জা নয়, সাহসের ব্যাপার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবনের এই শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়লেও, অভিনেত্রী এক আবেগময় পোস্টে দিয়েছেন দৃঢ় জবাব—যেখানে ফুটে উঠেছে তার আত্মবিশ্বাস, জীবনবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লিখেছেন, “কেউই এই ভেবে বিয়ে করেন না যে একদিন এই সম্পর্ক শেষ হয়ে যাবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে সবাই চেষ্টা করে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। আমরা যতই শক্তিশালী বা সফল হই না কেন, মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে—যদি না সেখানে বিশ্বাসঘাতকতা থাকে।”

অভিনেত্রী আরও বলেন, “যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না। কারণ একটি সম্পর্ক ভেঙে আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখতে পারা এক বিশাল সাহসের কাজ। নতুনভাবে শুরু করার জন্য শক্তি লাগে—লজ্জা নয়।”

ফারিয়া তার অনুসারীদের অনুরোধ করে বলেন, “দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। আপনি জানেন না কেউ হাসিমুখে বেঁচে থাকার পেছনে কতটা কঠিন লড়াই করেছেন।”

পোস্টের শেষাংশে জীবনের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন, “কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।”

ব্যক্তিগত জীবনের উত্থান-পতনকে শক্তির রূপে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষায়, “নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা ও সাহস নিয়ে পথচলা—যা লজ্জার নয়, বরং জীবনের প্রতি নতুন আস্থার প্রতীক।”

Link copied!