দুই নায়িকা থাকলে শাকিবের সিনেমায় অভিনয় করবো না: মিষ্টি জান্নাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪৩ পিএম
দুই নায়িকা থাকলে শাকিবের সিনেমায় অভিনয় করবো না: মিষ্টি জান্নাত

ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত এবার নিজের অভিনয়নীতির বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। বলেছেন, যেসব সিনেমায় দুই বা ততোধিক নায়িকা থাকেন, সেসব সিনেমায় তিনি অভিনয় করবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে তার কাজের সম্ভাবনা নিয়ে গুঞ্জন রয়েছে, তবে কোনো প্রকল্পে যুক্ত হওয়ার আগে তিনি একটি শর্ত স্পষ্ট করে দিয়েছেন—সেই ছবিতে একমাত্র নায়িকা তিনি নিজেই হতে হবে।

মিষ্টি জান্নাত বলেন, “আমি সব সময়ই বলেছি, দুই নায়িকার সিনেমায় আমি কাজ করব না। শাকিব খানকেও এটা আগেই জানিয়েছি। আমি শুধু সলো চরিত্রে কাজ করতে চাই। কারণ, একাধিক নায়িকা থাকলে ঝামেলা তৈরি হয়—এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে।”

অভিনেত্রী আরও যোগ করেন, “অনেক সিনেমা আমি শুধু এই কারণেই ফিরিয়ে দিয়েছি। কেউ এটা ভালো বলুক, খারাপ বলুক—আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। শাকিব খান যেমন সুপারস্টার, তার সঙ্গে কাজ করতে হলে আমি চাই সেটা হোক একটি পূর্ণাঙ্গ সলো প্রজেক্ট।”

গুঞ্জন প্রসঙ্গে মিষ্টি বলেন, “অনেকে বলছে ‘ধামাকা’ মানেই নাকি শাকিব খানের সঙ্গে আমার সিনেমা আসছে! এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি কখনও এমন কিছু বলিনি।”

কাজের সুযোগ পাওয়া নিয়ে নিজের আত্মসম্মানের কথাও তুলে ধরেন এই নায়িকা। বলেন, “আমি কখনও কাউকে অনুরোধ করে সিনেমা করব না। আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি ভালোবাসা থেকে, চাপ বা প্রয়োজনে নয়। তাই ‘রিকোয়েস্ট’ করে কোনো কাজ নেওয়া আমার আত্মসম্মানের পরিপন্থী।”

নিজের অবস্থান পরিষ্কার করে মিষ্টি জান্নাত বলেন, “আমি শখের বসেই সিনেমা করি, পেশা হিসেবে নয়। তাই যে কাজটি করব, সেটি যেন আমার নিজের মান ও নীতির সঙ্গে যায়—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Link copied!