একজনের নামে সর্বোচ্চ দুইটি সিম কার্ড রাখার পরিকল্পনা সরকারের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:২৩ পিএম
একজনের নামে সর্বোচ্চ দুইটি সিম কার্ড রাখার পরিকল্পনা সরকারের

একক ব্যক্তির নামে মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা ধীরে ধীরে সীমিত করতে যাচ্ছে সরকার। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারেন, তবে এই সংখ্যা কমিয়ে শেষ পর্যন্ত ২টিতে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই তা সাময়িকভাবে ৫ থেকে ৭টির মধ্যে সীমিত করার চেষ্টা চলছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা কাজ করছি। নির্বাচনে যেন সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়, সেটাই এখন মূল লক্ষ্য।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হবে। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পদায়ন বা বদলিতে কোনও অনিয়ম হচ্ছে না।

মোবাইল ফোনের সিমের সীমা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে ২টিতে কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে নির্বাচনের আগে পর্যায়ক্রমে এই সংখ্যা ৫–৭টিতে নামানোর কাজ চলছে।”

সাংবাদিকদের এক প্রশ্নে তারেক রহমানের দেশে ফেরার পর নিরাপত্তা ও বুলেটপ্রুফ গাড়ির অনুমতি প্রসঙ্গে সরাসরি কিছু না জানিয়ে উপদেষ্টা বলেন, “এই ধরনের অনুমতি শুধু তারেক রহমান নয়, অন্য কেউ চাইলে তার ক্ষেত্রেও বিবেচনা করা হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!