রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সম্পূর্ণ দায়দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও জানান, “আমি নিজে আহতদের দেখতে হাসপাতালে যাব। তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোকবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওপর থেকে ছিটকে পড়া ভারী বিয়ারিং প্যাডে (শক অ্যাবজর্ভার প্লেট) আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা আবুল কালাম।






























