মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র সম্পাদনার জের ধরে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন। ওই তথ্যচিত্রটি সম্প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট সেটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ সাংবাদিকদের কাজ হিসেবে অভিহিত করেছিলেন। খবর এএফপির।
বিবিসির ফ্লাগশিপ ‘প্যানোরামা’ প্রোগ্রামে সম্প্রচারিত ওই তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যকে ‘ভুলভাবে’ সম্পাদনা করে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠেছিল। ওই সংবাদিটি সম্প্রচারের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা’ এই কাজটি করেছে এবং এই অসৎ লোকেরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
টিম ডেভি বিবিসি’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘অন্যান্য সরকারি সংস্থার মতো বিবিসিও নিখুঁত নয় এবং আমাদের সবসময় স্বচ্ছ, খোলামেলা ও দায়বদ্ধ থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘যদিও এটি একমাত্র কারণ নয়, বিবিসি’র সংবাদকে ঘিরে বর্তমান বিতর্ক স্বাভাবিকভাবেই আমার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে… আমাকে চূড়ান্ত দায়িত্ব নিতে হবে।’
সর্বশেষ এই বিতর্ক সৃষ্টি হয়েছে এ সপ্তাহে ডেইলি ট্রেলিগ্রাফের প্রকাশিত একটি প্রতিবেদনের পর। সেখানে বলা হয়েছিল, বিবিসির সম্পাদকীয় মান কমিটির সাবেক এক্সটার্নাল উপদেষ্টা মাইকেল প্রেসকটের পক্ষ থেকে নিরপেক্ষতা নিয়ে গ্রীষ্মে একটি মেমোর মাধ্যমে প্রথমে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
রোববার যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি এই অভিযোগগুরোকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে অভিহিত করেন। আজ সোমবার (১০ নভেম্বর) বিবিসি কর্তৃপক্ষ পার্লামেন্টের একটি কমিটিকে এ বিষয়ে একটি ‘সম্পূর্ণ জবাব’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
এই সমালোচনা শুরু হয়েছিল ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণের অংশগুলিকে একসাথে জুড়ে দেওয়া ক্লিপগুলিকে কেন্দ্র করে, যখন তিনি পুনর্নির্বাচনে হেরে যাওয়ার পরেও ক্ষমতায় থাকার জন্য মার্কিন ক্যাপিটলে জনতার আক্রমণকে উসকে দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন।
তথ্যচিত্রটির সম্পাদনা এমনভাবে করা হয়েছিল যে, এটি দেখে মনে হয় ট্রাম্প সমর্থকদের বলছেন তিনি তাদের সঙ্গে ক্যাপিটলে যাবেন এবং ‘নরকের মতো’ লড়াই করবেন। তবে, অসম্পাদিত ক্লিপটিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট তার সমর্থকদের তার সঙ্গে হাঁটতে অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন, আমরা আমাদের সাহসী সিনেটর, কংগ্রেস সদস্য ও নারীদের সঙ্গে নিয়ে উল্লাস প্রকাশ করবো।
ওই সময়টাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি বিজয়কে বিতর্কিত করছিলেন। ওই নির্বাচনে তিনি প্রথম মেয়াদের পর ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
এই সম্পাদনাটি ‘ট্রাম্প: অ্যা সেকেন্ড চান্স?’ শিরোনামের একটি তথ্যচিত্রে অন্তর্ভুক্ত ছিল যা গত বছরের মার্কিন নির্বাচনের আগের সপ্তাহে বিবিসি সম্প্রচার করেছিল।







































