• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

সমাজের সবাই অভিনেতা হবেন, ছবি আঁকবেন, গাইবেন, নাচবেন; সেটা হয় না: মোশাররফ করিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৭:১৮ পিএম
সমাজের সবাই অভিনেতা হবেন, ছবি আঁকবেন, গাইবেন, নাচবেন; সেটা হয় না: মোশাররফ করিম

সমাজের সবাই অভিনেতা হবেন, ছবি আঁকবেন, গাইবেন, নাচবেন; সেটা হয় না। সুস্থ সংস্কৃতির বিকাশে সেটার দরকারও নেই বলে মনে করেন দেশের অন্যতম গুণী অভিনেতা মোশাররফ করিম।

তার ভাষায়, ‘সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য মূলত দরকার শিল্পবোধ সম্পন্ন মানুষ। সে মানুষটি শিল্পীও হতে পারেন, সাধারণ পেশাজীবীও হতে পারেন। আমি বিশ্বাস করি শিল্পবোধ সম্পন্ন মানুষ সুন্দরকে ভালোবাসে। সে কখনও ধ্বংসের পক্ষে থাকে না। সোজা কথায়, শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ। এই মানুষগুলোর সংখ্যা আমাদের সমাজে ও রাষ্ট্রে বাড়াতে হবে।’

৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দাঁড়িয়ে এমনটাই বলেন অভিনেতা। এদিন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভা শেষে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ নামের এই আয়োজনে আজীবন সম্মাননা দেয়া হয় বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে। এছাড়া চলচ্চিত্র, টিভি ও ওটিটি মাধ্যমে তুমুল জনপ্রিয়তার কারণে ‘মোস্ট পপুলার অ্যাক্টর’-এর সম্মাননা পান মোশাররফ করিম।  মোস্ট পপুলার অ্যাক্ট্রেস পুরস্কার অর্জন করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজারের অ্যাওয়ার্ড অর্জন করেন প্রিন্স মাহমুদ।

Link copied!