ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য আবারও আলোচনায়—তবে এবার তার অভিনয় নয়, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জন্মান্তর ও পুনর্জন্ম প্রসঙ্গে নিজের মত প্রকাশ করে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। কেউ বিষয়টিকে আধ্যাত্মিক বলে প্রশংসা করছেন, আবার অনেকেই এটিকে অদ্ভুত ও বিতর্কিত মন্তব্য বলে সমালোচনা করছেন।
ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, “আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি। আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী জন্ম। নিরুপমা আঢ্যই আমি। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি—আমিই আমার ঠাকুমা।”
অভিনেত্রীর ভাষায়, “অনেক কিছু আছে যা সাধনা না করলে বোঝা যায় না। তবে আমি মনে করি, এটাই আমার শেষ জন্ম। আমি আর জন্মাতে চাই না। কিন্তু আমার ঠাকুমা যে আমি—এটা আমার বাড়ির লোকেরাও বিশ্বাস করে।”
অপরাজিতা আরও দাবি করেন, তিনি তার ঠাকুমার মতো হুবহু দেখতে। পরিবারে কন্যাসন্তানের অভাব থাকলেও তার ঠাকুমার প্রবল ইচ্ছে ছিল একটি মেয়ে সন্তান পাওয়ার। সেই আকাঙ্ক্ষাই নাকি তার জন্মের মাধ্যমে পূর্ণ হয়েছে।
তিনি বলেন, “আমার ঠাকুরমা মারা যাওয়ার তিন বছর পর আমার জন্ম। জন্মটাও খুব সহজ ছিল না। আমি আমার ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আমার ইচ্ছাতেই একদিন চলে যাব। ঈশ্বর সব সময় আমার সঙ্গে আছেন—এটা আমি প্রাণপণ বিশ্বাস করি।”



































