• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

কবর নয়, হিন্দু রীতিতে দাহ করা হলো জারিন খানকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০২:০৩ পিএম
কবর নয়, হিন্দু রীতিতে দাহ করা হলো জারিন খানকে

বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের মা ও অভিনেত্রী জারিন খান প্রয়াত হয়েছেন। ৮১ বছর বয়সে এই বলিউড ব্যক্তিত্বের মৃত্যু ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা, বিশেষ করে তার ধর্ম ও শেষকৃত্য নিয়ে।

প্রবীণ এই অভিনেত্রী ও প্রাক্তন মডেল জীবনের শেষযাত্রায় হিন্দু রীতিতে দাহ করা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ, জারিনের জন্ম হয়েছিল পার্সি (ইহুদি বংশোদ্ভূত) পরিবারে, আর বিয়ে করেছিলেন মুসলিম অভিনেতা সঞ্জয় খানকে।

এ বিষয়ে জারিনের মেয়ে ফারাহ আলি খান মুখ খুলেছেন ইনস্টাগ্রামে এক আবেগময় পোস্টে। তিনি লেখেন, “আমার মা কোনো ধর্মের সীমারেখায় বিশ্বাস করতেন না। তাঁর কাছে মানবতাই ছিল আসল ধর্ম। তিনি ছিলেন এক অসাধারণ, সহানুভূতিশীল ও উদার মনের মানুষ, যিনি আমাদের পরিবারকে একসঙ্গে বেঁধে রেখেছিলেন।”

ফারাহ আরও জানান, “মা জন্মেছিলেন পার্সি পরিবারে, বিয়ে করেছিলেন মুসলিম পরিবারে, আর বিদায় নিয়েছেন হিন্দু আচার অনুযায়ী। জীবনজুড়ে তিনি ভালোবাসা, ক্ষমা আর শান্তির বার্তা দিয়েছেন।”

জারিন খান ছিলেন বলিউডের প্রভাবশালী খান পরিবারের সদস্য। তাঁর স্বামী সঞ্জয় খান একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ছিলেন। তাঁদের তিন সন্তান—অভিনেতা জায়েদ খান, এবং দুই মেয়ে সুজান ও ফারাহ আলি খান।

জারিনের মৃত্যুর খবরে শোক জানিয়েছে বলিউড অঙ্গন। তাঁর সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন।

সন্তানদের ভাষায়—
জারিন ছিলেন এমন এক নারী, যিনি ধর্মের গণ্ডি পেরিয়ে ভালোবাসা, সহানুভূতি ও মানবতার প্রতীক হয়ে উঠেছিলেন।

Link copied!