• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৮:২১ পিএম
চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত:  বাণিজ্য উপদেষ্টা

দেশে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে অবশেষে আমদানির পথে হাঁটছে সরকার। চলতি সপ্তাহের মধ্যেই যদি বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে না আসে, তবে আমদানি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে পেঁয়াজের মূল্যবৃদ্ধি পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আমরা বাজারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চলতি সপ্তাহের মধ্যে দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না নামলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। তবে দাম স্বাভাবিক হলে আমদানি করা হবে না।”

বর্তমানে প্রায় ২ হাজার ৮০০টি আমদানির আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা আছে জানিয়ে উপদেষ্টা বলেন, “এর মাত্র ১০ শতাংশ অনুমোদন দিলেও বাজারে ধস নেমে যাবে। আমরা তা চাই না। আমাদের লক্ষ্য—দাম স্থিতিশীল রাখা, যাতে কৃষক ও ভোক্তা কেউই ক্ষতিগ্রস্ত না হয়।”

তিনি আরও জানান, দেশে বাম্পার ফলন ও উন্নত সংরক্ষণ ব্যবস্থার কারণে প্রকৃতপক্ষে কোনো সংকট নেই। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সাড়ে তিন লাখ টন পেঁয়াজ দেশের অভ্যন্তরে মজুত রয়েছে।

তবে বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন, স্থলবন্দরের ওপাশে কিছু ব্যবসায়ী মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি বলেন, “এই বাড়তি দামের টাকা কৃষকের হাতে যাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে।”

সরকার এখন পরিস্থিতির ওপর নজর রাখছে—দাম না কমলে আমদানি অনুমোদন, আর স্থিতিশীল হলে স্থানীয় উৎপাদনকেই ভরসা করার নীতি নিয়েছে বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!