• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

অভিনেত্রী মিতা চৌধুরীর মৃত্যুতে তারকাদের শোক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৩:৪৮ পিএম
অভিনেত্রী মিতা চৌধুরীর মৃত্যুতে তারকাদের শোক

জনপ্রিয় অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এ অভিনেত্রী। এদিকে এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  শোবিজ অঙ্গনে।

বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেন, “প্রিয় মিতাকে স্মরণ করছি। আমার প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’ মিতার সঙ্গে ছিল। ‘ডলস হাউজ’ নাটকের সুবাদে প্রায় ২৮ বছর পর আমরা ফের পর্দায় এসেছিলাম। আমরা পুনরায় সাক্ষাৎ করব, কেবল সময়ের অপেক্ষা মাত্র।’’

মিতা চৌধুরীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী চিত্রলেখা গুহ লিখেছেন, “মিতা আপা, অনন্তলোকে শান্তিতে ঘুমান। আপনার আত্মার পরম শান্তি কামনা করি।’ অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘ঈদের দিনে চলে গেলেন আমাদের নাট্যজগতের উজ্জ্বল নক্ষত্র মিতা আপা! প্রস্তুত ছিলাম না মিতা আপা! জীবন এত ছোট, এত তুচ্ছ? আপা, সালাম। চির শান্তি কামনা করি।’’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “আপনার আত্মার শান্তি কামনা করছি। অভিনেত্রী অপি করিম লিখেছেন, ‘শান্তিতে ঘুমান মিতা আপা।’ নাজনীন হাসান লিখেছেন, ‘শ্রদ্ধা মিতা আপা, শান্তিতে থাকুন অনন্তলোকে।’’

এ ছাড়াও জাকিয়া বারী মম, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শামীমা তুষ্টিসহ অনেক তারকাই শোক প্রকাশ করেছেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এ অভিনেত্রী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন তিনি। অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন মিতা চৌধুরী। তার প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির। এছাড়াও বরফ গলা নদী, ডলস হাউজসহ নানা বিখ্যাত নাটকে অভিনয় করেছেন তিনি।

বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

Link copied!