• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ০৩:৫৮ পিএম
দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা
বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

বলিউড আর বিচ্ছেদ এখন একই সুতোই গাঁথা। কিছুদিন আগে বলিউডের অর্জুন কাপুর-মালাইকার বিচ্ছেদ গুঞ্জনে বেশ চাউর হয়েছিল বলিপাড়া। তবে এবার আর কোনো গুঞ্জন নয়, সত্যিকারের বিচ্ছেদের পথেই হাটছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবননের ইতি টেনে এবার  বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠির স্বামী।

সম্প্রতি সামাজিকমাধ্যমে এমন এক বার্তা দিয়েছেন রাজ কুন্দ্রা। এক টুইটার পোস্টে রাজ লিখেছেন, ‘‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’’

এদিকে সামাজিকমাধ্যমে রাজের এমন বার্তায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়। তবে কি ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে এই তারকা দম্পতির ভক্তদের মনে।

২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল রাজের। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। হঠাৎ এই বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি রাজ। এমনকি নিশ্চুপ রয়েছেন শিল্পাও। তবে রাজের এই বার্তাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। নেটিজেনদের একাংশের দাবি, রাজের আসন্ন সিনেমা প্রচারের ফিকির হিসেবেই নেটমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি।

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাজ অভিনীত সিনেমা ‘ইউটি৬৯’। গল্পে হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

Link copied!