নাট্যকার ম হামিদ ও অভিনেত্রী ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৫৫ পিএম
নাট্যকার ম হামিদ ও অভিনেত্রী ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর মারা গেছেন

নাট্যকার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ম হামিদ এবং জনপ্রিয় অভিনেত্রী ফাল্গুনী হামিদের একমাত্র পুত্র প্রান্তর জ্যোতি হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

পরিবারের সূত্রে জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা আর তাকে বাঁচাতে পারেননি। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা। প্রান্তর দুই পুত্রসন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংস্কৃতিক অঙ্গন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এক শোকবার্তায় বলেছে, “ডিরেক্টরস গিল্ডের আজীবন সদস্য ম হামিদ ও ফাল্গুনী হামিদের পুত্র প্রান্তর হামিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

ম হামিদ দেশের নাট্য আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বিটিভির মহাপরিচালক ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে প্রান্তরের মা ফাল্গুনী হামিদ অভিনয় ও সাংবাদিকতা—দুই ক্ষেত্রেই ছিলেন সক্রিয়। তাদের কন্যা তনিমা হামিদও একসময় অভিনয়ে নিয়মিত মুখ ছিলেন।

প্রান্তর হামিদের অকাল প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!