• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২,

সাত বছরের ছোট মডেল মাহিকার সঙ্গে সম্পর্কে হার্দিক পান্ডিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০২:৩৫ পিএম
সাত বছরের ছোট মডেল মাহিকার সঙ্গে সম্পর্কে হার্দিক পান্ডিয়া

বলিউড ও ক্রিকেট—এই দুই জগতের সম্পর্কের গল্প নতুন নয়। এবার সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন ধরে মডেল মাহিকা শর্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনে সত্যতার সিলমোহর দিলেন তিনি নিজেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন হার্দিক। মোট ২০টি ছবির মধ্যে কয়েকটিতে দেখা গেছে তার ছেলে অগস্ত্যকে, কিছু ছবিতে প্রিয় পোষ্যকে এবং কয়েকটি ছবিতে রয়েছেন এক রহস্যময়ী নারী—যিনি আর কেউ নন, জনপ্রিয় মডেল মাহিকা শর্মা।

হার্দিকের পোস্ট ঘিরে এখন সরগরম নেটদুনিয়া। ছবিগুলোর একটিতে দেখা যায়, দু’জনের হাত একসঙ্গে ধরা, অন্যটিতে তাদের একত্রে হাঁটতে এবং তৃতীয় ছবিতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে। পোস্টের ক্যাপশনে হার্দিক লিখেছেন, ‘ধন্য’। এই একটি শব্দেই যেন সম্পর্কের ঘোষণা করে দিলেন তিনি।

ভক্তরা বলছেন, ছবিগুলোই প্রমাণ করছে—হার্দিক ও মাহিকার মধ্যে বন্ধন এখন প্রকাশ্য।

প্রসঙ্গত, হার্দিকের চেয়ে সাত বছরের ছোট মাহিকা শর্মা ভারতের অন্যতম সফল মডেল। ইতোমধ্যে তিনি তানিষ্ক, ভিভো ও ইউনিক্লো’র মতো শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এছাড়া এলে ও গ্র্যাজিয়া ম্যাগাজিনের প্রচ্ছদেও জায়গা পেয়েছেন তিনি। মডেলিংয়ে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন ‘ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডে বর্ষসেরা মডেল’-এর খেতাবও।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Link copied!