• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

পঞ্চাশ পেরিয়ে পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৭:১৫ পিএম
পঞ্চাশ পেরিয়ে পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’

দুনিয়া কাঁপানো রক ব্যান্ড পিংক ফ্লয়েড। ১৯৭৩ সালের ১ মার্চ প্রকাশ হয়েছিল এ ব্যান্ডের সাড়া জাগানো অষ্টম অ্যালবাম ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’। ৫০ বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এরপর। কিন্তু এ অ্যালবাম নিয়ে নানা বিশ্লেষণ এখনও থামেনি। মানব মনের বিস্ময় খেলা করা করোটিতে যেন প্রথমবারের মতো আলো ফেলে পিংক ফ্লয়েড। সংগীত মাধ্যমে এমন তীক্ষ্ণতাই এ অ্যালবামকে আলাদা রাখে অন্য অনেক কিছুর চেয়ে।

সমসময়ের সাইন্স ফিকশন, গ্রহজুড়ে যুদ্ধ, মানুষে মানুষে বৈষম্য, যান্ত্রিকীকরণের কারণে মানবিকতার বিলোপ এমন অনেক কিছুর ইশারা ছিল ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ এ। এখনও এ কারণে প্রাসঙ্গিক পিংক ফ্লয়েডের এই সৃষ্টিকর্ম। অ্যালবামটি এমন যৌক্তিক সব কারণে কালজয়ী হয়েছে। এতে আছে মার্ক্সবাদী চিন্তার বিশ্লেষণ। আবার অনেক ক্ষেত্রে গানের দলটি ছাড়িয়ে গেছে মার্ক্স প্রকল্পিত ভবিষ্যৎ পৃথিবীর ধারণা। মানুষকে জাগিয়ে তোলা যে রক সংগীতের গুরুত্বপূর্ণ এক উদ্দেশ্য এর আগে হয়তো অনেকের তা অজানা ছিল।

প্রায় ৪৫ মিলিয়ন কপির চেয়ে বেশি বিক্রি হয়েছে “দ্য ডার্ক সাইড অব দ্য মুন’। সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবামের তালিকায় এর অবস্থান চতুর্থ। ব্যান্ডে ভাঙন এসেছে একাধিকবার। তবু যেন স্বীয় সত্ত্বায় অবিচল পিংক ফ্লয়েড। ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ মুক্তির ৫০ বছর পরও এ সত্য মানতে সংগীতপ্রেমীদের দ্বিধা নেই।

Link copied!