বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। আগের প্রধান আব্দুর রাজ্জাকও রয়ে যাচ্ছেন নারী বিভাগে। তবে তিনি এখন পালন করবেন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব।
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়ে গত ৩ নভেম্বর বোর্ড সভায় প্রথমবার বিসিবি সভায় যোগ দেন রুবাবা দৌলা। এরপর এই কদিন কোনো বিভাগের দায়িত্বে ছিলেন না তিনি।
গত কয়েক দিন ধরে নারী ক্রিকেটারদের যৌন হয়রানিসহ নানা অভিযোগে উত্তাল বিসিবির অন্দরমহল, টালমাটাল দেশের ক্রিকেট। জাহানারা আলমের অভিযোগসহ সবকিছু তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যেখানে সদস্য হিসাবে রুবাবা দৌলা আছেন বিসিবির একমাত্র নারী প্রতিনিধি। তদন্ত চলাকালীনই রাজ্জাকের জায়গায় তিনি দায়িত্ব পেলেন নারী উইংয়ে।
মঙ্গলবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির তিনটি স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায়।
গত ৬ জুন নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি দায়িত্ব বণ্টন করা হয়। সেখান থেকে এবার পরিবর্তন আনা হয় তিনটি বিভাগে।
নারী বিভাগের সদ্য সাবেক প্রধান রাজ্জাককে দেওয়া হয় হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান করা হয়েছে।
এত দিন হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। এখন তিনি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন। এর আগে এই দায়িত্বটি ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। দায়িত্বে এই পরিবর্তনের ফলে তিনি এখন কেবল বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ওয়ার্কিং কমিটির দায়িত্বে থাকছেন।







































