ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। অ্যাকশন-থ্রিলার ঘরানার প্রতীক্ষিত ‘সোলজার’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজে ফার্স্টলুক প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, হাতে ক্যামেরা, গায়ে গাঢ় রঙের পোশাক, আর চারপাশে ভাসমান দাবার গুটি—সব মিলিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী, কৌশলী ও নির্ভীক নারীর চরিত্রে। পোস্টারের প্রতীকী উপস্থাপন থেকেই অনুমান করা যাচ্ছে, গল্পে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ ও বুদ্ধিনির্ভর।
পোস্টার প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের প্রতিক্রিয়ায় সরগরম হয়ে ওঠে মন্তব্যের ঘর। অনেকে ধারণা করছেন, সিনেমায় তিশাকে দেখা যেতে পারে সাংবাদিক চরিত্রে। কেউ কেউ লিখেছেন, “পোস্টার দেখে তো মনে হচ্ছে দারুণ ইনভেস্টিগেটিভ চরিত্র!”
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তিনি জানিয়েছেন, ঈদকেন্দ্রিক মুক্তির প্রচলিত ধারা থেকে বেরিয়ে অন্য সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তিশা-শাকিব ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।


































