সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনা ও অপরেশন সিঁদুর নিয়ে সিনেমা বানানোর ধুম পড়ে গেছে। তবে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার আসতেই ব্যাপকভাবে ক্ষেপেছেন ভারতীয়র। যেখানে সীমন্তে সেনা জওয়ানরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন, সেখানে সিনেমার পোস্টার আসাকে ভালো চোখে নিতে পারছে না কেউই।
খবর আগেই ছিল যে, একজন-দু’জন নয়, অনেক সিনেমা পরিচালকই তাদের সিনেমার জন্য ‘Operation Sindoor’ টাইটেল রেজিস্ট্রার করার আবেদন করেছেন। কিন্তু এই টাইটেলটি আসলে কে পাবে তার উত্তর এখনো পাওয়া যায়নি।
এখন ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের মধ্যে পরিচালক উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা করে ফেলেছেন। এই সিনেমার প্রযোজনা করবেন নিকি ভিকি ভগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। পোস্টার প্রকাশ করে নির্মাতারা এই বিষয়টি আনেন সামনে।
পোস্টারে যুদ্ধের পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডের সামনে, ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পোস্টারে সিনেমার টাইটেল ‘অপরেশন সিঁদুর’-এর আগে ‘ভারত মাতা কি জয়’ লেখা হয়েছে। পোস্টারটি পছন্দ হবে কি না, সেটা তো দূরের কথা, এই মুহূর্তে নির্মাতাদের এই সিনেমার ঘোষণাই মেনে নিতে পারছে না কেউ।
প্রায় সকলেই, নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্টারের কমেন্ট সেকশনে লিখেছেন, ‘বর্তমানে চলা যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা, তাও আবার AI দিয়ে তৈরি একটি পোস্টারের মাধ্যমে। এটা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে গেছে।’
একজন কমেন্ট করেছেন, ‘নিজেকে এবং নিজের দেশকে হাস্যকর করে তুলবেন না।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের এবং পুরো বলিউডের লজ্জা হওয়া উচিত সবকিছুকে টাকা ছাপানোর রাস্তা বানানোর জন্য। অপরেশন সিঁদুর এখনো শেষও হয়নি, আর আপনারা এখনই এই উদ্বেগজনক পরিস্থিতির ফায়দা তোলার চেষ্টা করছেন।’