বলিউডে আত্মপ্রকাশ করার আগেই আমির খান ছিলেন বিবাহিত! যদিও সেই কথা কেউ জানতো না। ১৯৮৮ সালে জুহি চাওলার বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন আমির খান। এই সিনেমার হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি আমির খানের বন্ধু তথা ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির সহ অভিনেতা শেহজাদ খান আমিরের প্রথম বিয়ে নিয়ে কিছু অজানা তথ্য তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। জানালেন, আমিরের প্রথম বিয়েতে ঠিক কত টাকা খরচ হয়েছিল।
সম্প্রতি বলিউড ঠিকানার সঙ্গে একটি সাক্ষাৎকারে আমির খানের সহ অভিনেতা শেহজাদ খান বলেন, ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমাটি শুরু হওয়ার আগেই আমির বিবাহিত ছিল। তবে আমিরের এই বিয়ের কথা কেউ জানত না। আমি অন্য সূত্র থেকে এই বিয়ের খবর জানতে পেরেছিলাম।
শেহজাদ বলেন, ‘আমিরের বিয়েতে মাত্র ৫০ টাকা খরচ হয়েছিল। ৫০ টাকায় কোর্ট ম্যারেজ করেছিলেন তারা। আমারও সাক্ষী দেওয়ার কথা ছিল কিন্তু দেরি করে পৌঁছানোর কারণে সাক্ষী দেওয়া হয়নি। আমি যখন কোর্টে পৌঁছাই ততক্ষণে ওরা বিয়ে করে বাড়ি চলে গিয়েছে।
অভিনেতা আরও বলেন, ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির শুটিং চলাকালীন মাত্র একদিন সেটে এসেছিলেন রিনা। সবাই জানত ওরা একে অপরকে পছন্দ করে কিন্তু কেউ জানত না ওরা বিবাহিত। অনেক পরে আমিরের বিয়ের কথা জানাজানি হয়।
১৯৮৬ সালে আমির এবং রিনা বিয়ে করেন কিন্তু ১৬ বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। আমির এবং রিনার দুই ছেলে মেয়ে ইরা খান এবং জুনায়েদ খান। তবে বিবাহবিচ্ছেদ হলেও এখন পর্যন্ত প্রথম স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন আমির।