ভারতের ২ বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:৫৫ এএম
ভারতের ২ বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
পাকিস্তানের পাল্টা হামলা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি: সংগৃহীত ছবি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ‘যথাযথ প্রতিক্রিয়া’ হিসেবে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই অপারেশনে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

এদিকে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এ কথা জানায়। যেসব বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গত বুধবার থেকে টানা তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!