পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১১:৫১ এএম
পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলামকে আটক গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 শুক্রবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, সেলিনা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন তিনি।

Link copied!