বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরীর অভিনয় জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্রটি দীর্ঘদিন হারিয়ে ছিল। ছবির নাম ‘গেছি শর্টকাটে বড়লোক’।
দুর্ভাগ্যজনকভাবে ছবিটির মূল নেগেটিভ বারি স্টুডিওর আগুনে পুড়ে যায় এবং ছবির প্রযোজক কে এম আর মনজুর শুটিং শেষ হওয়ার আগেই মারা যান। ফলে ছবিটি আর মুক্তির মুখ দেখেনি।
সম্প্রতি ছবির পরিচালক নার্গিস আক্তার দীর্ঘদিন পর ছবির সংরক্ষিত কপি ট্রান্সফার করে ইউটিউবে প্রকাশ করেছেন। যদিও ছবিটির মান একেবারেই নিম্নমানের, তবু ময়ূরী ভক্তদের জন্য এটি অনেক বড় পাওয়া।
এ প্রসঙ্গে নার্গিস আক্তার বলেন, “এটি আমার অনেক আশা-আকাঙ্ক্ষার একটি বাণিজ্যিক চলচ্চিত্র ছিল। প্রযোজক মারা যাওয়ার পর ছবির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। পরে বারি স্টুডিওর আগুনে মূল নেগেটিভ পুড়ে যায়। এত বছর পর দর্শকদের জন্য সংরক্ষিত কপি ইউটিউবে প্রকাশ করলাম।”
ময়ূরী নিজেও ছবিটির প্রতি আবেগপ্রবণ। তিনি বলেন, “এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমা। ধন্যবাদ নার্গিস আপুকে আমাকে এত বড় একটি সুযোগ দেওয়ার জন্য।”
উল্লেখ্য, ময়ূরী এখন অভিনয় ছেড়ে দিয়েছেন। তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।