ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, হানিয়া শিগগিরই ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সেই সফরেই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।
এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল ও তানজিন তিশার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হানিয়া আমির। জানা গেছে, প্রযোজক-পরিচালক ইতোমধ্যেই শাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন।
তবে শুধু হানিয়াই নন, এই সিনেমায় থাকবেন মোট তিনজন নায়িকা। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ, আরেকজন নতুন মুখকে দেখা যাবে ফ্রেশ লুকে। দর্শক তাই একসঙ্গে দুই পরিচিত তারকা এবং এক নতুন মুখের সমন্বয় পাবেন।
সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।