• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন গান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১২:৫৬ পিএম
এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন গান

দেশের ব্যবসা-বাণিজ্যের সূতিকাগার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। প্রতিষ্ঠার পর ৫০ বছর পার করেছে এ সংগঠন।

বণিক সংগঠনটির সাফল্যগাথা ও ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের সমৃদ্ধির গল্পে তৈরি হয়েছে একটি থিম সং। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মীর মাসুম। এতে সুরকারের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, তাসফী, অবন্তী সিঁথি ও নাসরিন নাশা।  

গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন তানভীর খান, যা অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে উন্মুক্ত হয়েছে ১৪ মার্চ।

বিশেষ এই গানটি প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, “এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তিতে থিম সং হলো। সেটার গীতিকবিতা লেখার ভার আমি পেলাম, এটা সত্যিই অনেক আনন্দের ও সম্মানের। কারণ, এই সংগঠনটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। ফলে প্রতিষ্ঠানটির জন্য গান রচনা করা গুরুদায়িত্বের মতো।”

সুরকার মীর মাসুম জানান গানটি তৈরির পেছনের গল্প। তার মতে, এটা অনেকটা রিয়ালিটি শোয়ের মতো হয়েছে, যা বেশ কঠিন পরীক্ষা ছিল তার কাছে। মাসুম বলেন, “এই গানটির জন্য আরও অনেকেই ডেমো জমা দিয়েছেন। এর মধ্যে আমাদেরটাই সিলেক্ট হয়।”

Link copied!