বলিউডের অন্যতন ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ম্রুণাল ঠাকুর। সম্প্রতি কালো গাউন পরে নতুন ফটোশ্যুটে উষ্ণতা ছড়িয়েছেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ফ্যাশন ডিজাইনার হাউস অ্যাটেলিয়ার বিসারের পোশাক লেবেল থেকে এই কালো গাউন বেছে নিয়েছেন ম্রুণাল।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অফ-শোল্ডার কালো গাউনের সঙ্গে নিখুঁত মেকআপ, স্মোকি আই মেকআপ এবং ন্যুড লিপস্টিক পরে দেখা মেলে ম্রুণালের। এছাড়াও খোলা চুলের সঙ্গে বাম হাতে ব্যাঙ্গেল এবং হাতে আংটি পরেছেন অভিনেত্রী। শোপলুন-এর কালেকশন থেকে এই ব্যাঙ্গেল বেছে নিয়েছেন ম্রুণাল।
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘যখন আমি কালো পরি, তখন আমি যে আবেগগুলি অনুভব করি’।