মানসিকভাবে ভেঙে পড়েছেন ভারতের স্বনামধন্য সংগীতশিল্পী মোনালি ঠাকুর। নিজের সন্তানের মতো করে এতদিন যাকে যত্ন করে বড় করে এসেছেন সেই পোষা কুকুর ডাইজি আর নেই। এতেই শোকে কাতর ওপার বাংলার জনপ্রিয় এই গায়িকা। নিজের আবেগ ধরে না রাখতে পেরে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন মোনালি ঠাকুর।
ইনস্টাগ্রামে এক পোস্টে মোনালি লিখেছেন, ‘পারছি না, অসহায় লাগছে। আমার ডাইচি, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গত ৯ সেপ্টেম্বর। এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমি চেষ্টা করছি ওর অনুপস্থিতি মেনে নিতে। পারছি কোথায়? আমি মনে করতাম আমি একজন শক্ত মনের মানুষ যে কিনা নিজের হতাশাকে জয় করতে পারে। কিন্তু তাকে ছাড়া আমার বড় অসহায় লাগছে। আমি বুঝতে পারছি না কী করা উচিৎ।’
মোনালি আরও লিখেন, মানুষজন মাঝেমধ্যেই বলেন, ‘তারা নাকি আমার মধ্যে একজন বাচ্চাকে দেখতে পান। একজন দয়ালু মনোভাবের সান্নিধ্য পান। আমার সঙ্গে থেকে তারা খুশি বোধ করেন। কেন জানেন? কারণ ডাইচিকে আমি অনুসরণ করে এসেছি। ওই আমায় শিখিয়েছে কীভাবে ভালবাসতে হয়। কীভাবে দয়ালু হতে হয়… কীভাবে ভাল ও খারাপের মধ্যে ভেদাভেদ করতে নেই। কীভাবে সত্যিকারের বন্ধু হওয়া যায়!’
এদিকে প্রাণপ্রিয় ডাইচির জন্য একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মোনালির পোস্টে সমবেদনা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।