• ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

যেকোনো সময় বাবা হতে পারি, বাবা হবই: সালমান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:৪৩ এএম
যেকোনো সময় বাবা হতে পারি, বাবা হবই: সালমান খান
সালমান খান

বলিউডের চিরকুমার সালমান খান। বক্স অফিসে গত এক বছরে সেভাবে সাফল্য না মিললেও, সালমান খানের তারকাখ্যাতি কিন্তু আজও অটল। প্রেমে একাধিকবার নাম জড়ালেও বিটাউনের এই সুপারস্টার এখনো অবধি রয়ে গেছেন অবিবাহিত।

জীবনের পথে প্রেম এসেছিল বারবার। কারও সঙ্গে সম্পর্ক এগিয়েছে, আবার ভেঙেও গেছে। এমনকি একবার তো বিয়ের কার্ডও ছাপা হয়েছিল! সেটি ছিল অভিনেত্রী সঙ্গীতা বিজলানি অধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়। এরপর সৌমি আলী, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা লুলিয়া ভান্তুর—একাধিকবার নাম জড়ালেও সালমানের বিয়ে হয়নি। গুঞ্জন আছে, তার রাগী স্বভাব ও বদমেজাজের কারণেই কেউ শেষ পর্যন্ত সাহস পাননি বিয়ের আসরে পৌঁছাতে।

সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শো-তে এসে প্রথমবার ব্যক্তিজীবনের অভিজ্ঞতা খুলে বললেন সালমান। বললেন, ‘যখন কোননো সম্পর্কে একজন অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায়, তখন থেকেই দূরত্ব তৈরি হয়। নিরাপত্তাহীনতা এসে যায়। আমার মনে হয়, দুজনেরই একসঙ্গে বেড়ে ওঠা উচিত। কাউকে কারও ওপরে চাপিয়ে দেওয়া যাবে না।’

এপিসোডে উপস্থিত ছিলেন আমির খানও। সালমানের বিচ্ছেদ প্রসঙ্গ শুনে আমির প্রতিক্রিয়া জানাতে চাইলে, তাঁকে থামিয়ে দিয়ে সালমান বলেন, ‘যদি কোনো সম্পর্ক টেকে না, তাহলে সেটা টিকবেই না। কাউকে যদি দোষারোপ করতে হয়, তাহলে আমাকে দোষ দিন।’

শুধু তাই নয়, এই শোতেই প্রথমবার বাবা হওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেন বলিউডের ভাইজান। বলেন, ‘এক থা টাইগার-এর সময় খুব মনে হয়েছিল, যদি আমার একটা সন্তান থাকত! সন্তান নিতে আমি ইচ্ছুক। যেকোনো সময় বাবা হতে পারি। তবে এটা নিশ্চিত, বাবা হবই। কখন সেটা হবে, দেখা যাক।’

Link copied!