• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

অনেক শিল্পীই হিট, ভিউ, রিচ নিয়ে চিন্তিত : আঁখি আলমগীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৪:৫৪ পিএম
অনেক শিল্পীই হিট, ভিউ, রিচ নিয়ে চিন্তিত : আঁখি আলমগীর

গান রিমেক নিয়ে ব্যস্ততা চলছে জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীরের। এর মধ্যে বেশ কয়েকটি গান রিমেক হয়েছে। তিনি জানান, রুনা আন্টির

গান রিমেক করার ইচ্ছা আছে। সম্প্রতি এক  গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আঁখি আলমগীর বলেন, “গান ভালো হতে হলে এর কথা, সুর ও সংগীত আয়োজন ভালো হতে হবে। তবেই তা শ্রোতার হৃদয়ে পৌঁছাবে। এখন এর ঘাটতি আছে।”

এই সংগীতশিল্পী বলেন, “বিশ্বের অনেক দেশের যেভাবে সংগীতের পৃষ্ঠপোষকতা করা হয় এ দেশে তেমনটা হয় না। ভালো সংগীত সৃষ্টির পথে এটি এক বাধা।”

আঁখি আলমগীর আরও বলেন, “গান ভালো হলে মানুষ শুনবেই। শুধু মিউজিক ভিডিও ভালো করলে চলবে না। এখন অনেক শিল্পীই ‘হিট’, ‘ভিউ’, ‘রিচ’ এসব নিয়ে চিন্তিত। কিন্তু আমি মনে করি, এসব শিল্পীর কাজ নয়। আমি নিজের মতো ভালো গান করে যেতে চাই।”

Link copied!