• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

বক্স অফিসে ঝড় তুললো ‘জন উইক: চ্যাপ্টার ফোর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১১:১২ এএম
বক্স অফিসে ঝড় তুললো ‘জন উইক: চ্যাপ্টার ফোর’

সুপার হিরো কেন্দ্রিক চলচ্চিত্র দুনিয়ায় ‘জন উইক : চ্যাপ্টার ফোর’ এর জনপ্রিয় হওয়াকে বেশ ব্যতিক্রম বলা যায়। কিয়ানু রিভস অভিনীত এ সিনেমা ২৪ মার্চ মুক্তি পেয়ে ফ্র্যাঞ্চাইজির সেরা ওপেনিং পেয়েছে। প্রথম সপ্তাহে সিনেমাটি উত্তর আমেরিকায় ৭ কোটি ডলার আয় করবে বলে ধারণা করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। ৩ হাজার ৮৫৫টি থিয়েটারে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম দিনে আয় ছিল ২ কোটি ৯৭ লাখ ডলার।

কিয়ানু রিভস

হলিউড বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, সিনেমাটি অন্য যেকোনো হলিউড সিনেমার তুলনায় খুব দ্রুত ভালো মুনাফা করেছে। অ্যাকশন সিনেমা হিসেবে দর্শকের কাছে এর গ্রহণযোগ্যতা শুরু থেকেই ছিল। গত দশকে অরিজিনাল অ্যাকশন ফিল্মের বাজার কমে গেছে। সেখানে জন উইক তার বাজার বাড়িয়ে চলেছে দ্রুত সময়ে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘প্যারাবেলাম’। সিনেমাটি ওপেনিংয়ে আয় করেছিল ৫ কোটি ৬৮ লাখ ডলার। এখন এই মার্ভেল ইউনিভার্সের যুগে জনপ্রিয় ধারার অনেক সিনেমাও বাণিজ্যে মুখ থুবড়ে পড়ে। সেখানে ‘জন উইক: চ্যাপ্টার ফোর’ বক্স অফিসে এমন উত্থানকে নজিরবিহীন বলা চলে।

এ সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন হলিউড স্টার কিয়ানু রিভস। তার ‘জন উইক’ চরিত্রের বিশেষত্ব হচ্ছে কম কথা বলা। প্রায় ১৬৯ মিনিটের চলচ্চিত্রে তিনি মাত্র ৩৮০টি শব্দ বলেছেন। পুরো ছবিতে কিয়ানু রিভসের সংলাপ ছিল ১০৩টি। এই ১০৩টি বাক্যে শব্দ আছে ৩৮০টি।

 

Link copied!