সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। শনিবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের ঘুমন্ত ছবি পোস্ট করেন তিনি।
এর আগে বিয়ের আগেই মা হচ্ছেন ইলিয়ানা-এমন সংবাদে তার ভক্তদের মাঝে চমক তৈরি হয়। তবে, সব চমক ভেঙ্গে গত ১ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছেন দক্ষিণি এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জানা গেছে, ইলিয়ানা ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।
তবে, প্রথম থেকেই সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছেন এই অভিনেত্রী। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন ইলিয়ানা। সেই ছবিতে ছিলেন তার প্রেমিক ও প্রিয় পোষ্য। তবে, সেই ছবিতে তার মুখ দেখে বোঝা যায়নি তিনি কে, যা নিয়ে অভিনেত্রীর ভক্তদের মধ্যে তৈরি হয় বেশ আলোচনা-সমালোচনা।
এর আগে, অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।
এরপর খবরে এসেছিল ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানাতে চাননি ইলিয়ানা।
ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।