• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

জানা গেল ‘আদিপুরুষ’ মুক্তির তারিখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০১:৪৮ পিএম
জানা গেল ‘আদিপুরুষ’ মুক্তির তারিখ

মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমা ‘আদিপুরুষ’। বহুভাষিক থ্রি-ডি এ চলচ্চিত্রের পরিচালক ওম রাউত। সিনেমার শুটিং শেষ হয়েছে বেশ আগেই। কিন্তু নানা বিতর্কে মুক্তির দেখা নেই। এবার নিশ্চিত হওয়া গেছে ‘আদিপুরুষ’ মুক্তি পাবে এ বছরের ১৬ জুন। প্রযোজনা সংস্থা টি-সিরিজের টুইটার পেইজে এ সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের মূলে ছিল মহাকাব্যের চরিত্রদের অবয়ব। সিনেমায় রাবণের ভূমিকায় সাইফ আলী খানের চেহারা দেখে অসন্তুষ্ট হয়েছিলেন হিন্দু মৌলবাদীরা। তাদের দাবি এমন ছিল যে, রাবণের চেহারা মুঘল সম্রাটের মতো দেখাচ্ছে। তা অবিলম্বে বদলাতে হবে। এ ছাড়াও ‘আদিপুরুষ’ জড়িয়ে পড়েছিল তথ্য বিকৃতির অভিযোগেও। অনেক বাধা পেরিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

‘আদিপুরুষ’ সিনেমার প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম সম্প্রতি বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছেন ছবির সাফল্যের জন্য আশীর্বাদ চাইতে। তারা স্পষ্ট বলেছেন, অশুভর বিরুদ্ধে শুভর জয়ই ‘আদিপুরুষ’-এর কাহিনীর আসল উপজীব্য। তবুও মুক্তির আগেই যে সিনেমা নিয়ে এত বিতর্ক, মুক্তির পর এর অবস্থা কী দাঁড়ায় তা সত্যিই ভাবাচ্ছে এ সিনেমা সংশ্লিষ্টদের।  

 

Link copied!