• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

স্পটিফাই থেকে সরিয়ে নেওয়া হলো কয়েক শ বলিউডি গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০১:৪৭ পিএম
স্পটিফাই থেকে সরিয়ে নেওয়া হলো কয়েক শ বলিউডি গান

অনলাইনে গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। পছন্দের গান শুনতে অনেকেরই এটি প্রথম গন্তব্য। কিন্তু সংগীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর আছে। সম্প্রতি এ প্ল্যাটফর্ম থেকে শত শত বলিউডি ছবির গান সরিয়ে নেওয়া হয়েছে। স্পটিফাই কর্তৃপক্ষ জানিয়েছে, গানগুলোর কপিরাইট প্রসঙ্গ বিধিসম্মতভাবে মীমাংসা না করতে পারায় সেগুলো সরিয়ে নেওয়া হয়।

বিশ্বব্যাপী ওয়েব দুনিয়ায় গান বা কনটেন্ট প্রসঙ্গে এখন কপিরাইট ইস্যুকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়, যা কয়েক বছর আগেও ছিল না। সবাই জোর দিচ্ছেন মৌলিকত্বে।

এ প্রবণতার প্রধান কারণ হচ্ছে বাণিজ্য। একটি গানে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, যন্ত্রী, সংগীত আয়োজক, প্রযোজক এমন বহু সৃষ্টিশীলের শ্রম জড়িয়ে থাকে। এর অর্থমূল্য কম নয়। তাই এসব নিয়ে আইনি অনেক বিষয় জড়িত।

স্পটিফাইয়ে বলিউডের জনপ্রিয় গান শুনতে না পাওয়ার আক্ষেপ হয়তো অনেকেরই থাকবে। তবে অনলাইনে বিন্যস্ত চলমান বিশ্ব বাস্তবতায় এ সত্য মেনে নিতে সংগীতপ্রেমীদের।  

Link copied!