ওপার বাংলার মেয়েদের ওপর ধারাবাহিক অত্যাচারের খবর বারবার উঠে আসছে সংবাদ শিরোনামে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক পুরোনো মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। কিছুদিন আগে তিনি মেয়েদের রাতে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিলেন।
যদিও সেই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত হতে পারেননি, কিন্তু এবার একই সুর শোনা গেল জনপ্রিয় অভিনেত্রী তিথি বসুর কণ্ঠে। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত অভিনেত্রী তিথি বসু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মন্তব্য করেছেন, মেয়েদের রাত ৯টার পর নিজেদের সুরক্ষার জন্য বাড়ি থেকে বের হওয়া উচিত নয়।
তিথির এই বক্তব্য নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, মেয়েরা কেন নিজেদের ইচ্ছামত রাতের বেলায় বাইরে বের হতে পারবে না? কেন তাদের ওপর বিধিনিষেধ চাপানো হবে?
তিনি বলেন, ‘সত্যি বলছি, মেয়েদের নিজেদের কথা ভেবেই রাত ৯টার পর বাড়ি থেকে বের হওয়া উচিত নয়। একের পর এক নৃশংস ঘটনার কথা সামনে আসছে। গতকালই দমদমে একটি ১৪ বছরের মেয়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। তাই আমার মনে হয়, আমাদের নিজেদের সুরক্ষার কথা ভেবেই রাতে বাড়িতে থাকা উচিত।’
সকল বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সবশেষে অভিনেত্রী মেয়েদের উদ্দেশে বলেন, ‘যদিও রাত-দিন, পোশাক বা বয়স কোনো কিছুই ম্যাটার করে না, তবুও তোমাদের বারবার বলছি তোমরা নিজেদের স্বার্থেই বাড়ি থেকে বের হবে না। এরকম ‘জল্লাদ’ সব সময় চারিদিকে খোলা ও বেলাগামভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই রাত ৯টার পর ভুলেও বাড়ি থেকে বের হবে না।’
প্রসঙ্গত, ছোটপর্দায় এখন খুব বেশি দেখা না গেলেও তিথি বসু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই তিনি ভ্রমণের ব্লগ ও বিভিন্ন স্থানের ইউনিক জিনিস সকলের সঙ্গে শেয়ার করেন। তবে নিরাপত্তার বিষয় নিয়ে তার সাম্প্রতিক এই কড়া মন্তব্য নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া জগতে আরও বড় বিতর্কের জন্ম দেবে বলে মনে করছেন অনেকে।


































