ঢালিউডের সুপারস্টার শাকিব খান চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙা-গড়ার খেলায় বরাবরই পারদর্শী। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন সিনেমা ‘সোলজার’-এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন এক অবয়বে— মজবুত গোঁফ, দৃঢ় দৃষ্টি আর এক দেশপ্রেমিক যোদ্ধার রূপে।
তার এই নতুন গোঁফই এখন শাকিব ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। তবে এই গোঁফ নকল নয়, আসল। শাকিব খান নিজেই ফাঁস করলেন সেই রহস্য। শুধু ভক্তরাই নন, তার এই আসল গোঁফ দেখে নাকি মাঝেমধ্যে খোদ মেকআপম্যানও অবাক হয়ে যান!
গত ৭ নভেম্বর, রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন লুকে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানেই ভক্ত ও গণমাধ্যমের সামনে তিনি তার গোঁফের মজার রহস্য ফাঁস করেন।
শাকিব খান বলেন, ‘আমার গোঁফ নিয়ে অনেকেই জানেন না একটা ব্যাপার— এই গোঁফটা কিন্তু আসল! ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই লুক।’
মেকআপম্যানের সঙ্গে মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন, আমি মাঝেমাঝে তাদের বলি, আমার গোঁফটা খুলে দাও। তারপর দেখি তারা অনেকক্ষণ ধরে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে, তারপর বলে, ‘আরে এটা তো আসল!’ তখন আমি সত্যি খুব উপভোগ করি।”
সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এতে তিনি এক সাহসী দেশপ্রেমিকের ভূমিকায় আবির্ভূত হবেন, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।
অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
































