• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খোলামেলা পোশাক পরে নোংরা মন্তব্যের শিকার পায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৩:২৪ পিএম
খোলামেলা পোশাক পরে নোংরা মন্তব্যের শিকার পায়েল
টালিউড অভিনেত্রী পায়েল সরকার। ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী পায়েল সরকার ‘বোঝেনা সে বোঝেনা’ ও ‘প্রেম আমার’-এর মত সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ভক্তদের হৃদয়ে সহজেই জায়গা করে নিয়েছিলেন। চিরাচরিত বাঙালি নারীর পোশাকেই তাকে দেখা গিয়েছে রূপালি পর্দায়। তবে, বর্তমান সময়ে নিজেকে একেবারে বদলে ফেলেছেন এই অভিনেত্রী। সাদামাটা বাঙালি পোশাক থেকে একেবারে ওয়েস্টার্ন পোশাক নিজেকে পুরোপুরি ফুটিয়ে তুলেছেন তিনি। এমন পোশাক পরাতে নেটিজেনদের থেকে বেশ নোংরা মন্তব্যও শুনতে হয়েছে তাকে।

সমুদ্র সৈকতের সোনালি বালিতে অভিনেত্রী পায়েল সরকার। ছবি: সংগৃহীত

সম্প্রতি সমুদ্র সৈকতের সোনালি বালিতে ওয়েস্টার্ন পোশাকে শুয়ে ছিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। তার খোলামেলা সেই ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ পেতেই হুমড়ি খেয়ে পড়লেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘আমার ক্রাশ’, কারো মন্তব্য ‘খুব হট’। তবে নেটিজেনদের অধিকাংশ মন্তব্যই ছিল প্রকাশ করার অযোগ্য। অনেকেই আবার খোলামেলা এই অবতারে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন পায়ের সরকার। নির্বাচনে বেহালার পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন অভিনেত্রী। যদিও নির্বাচনে হারের পর থেকে রাজনৈতিক অঙ্গনে তাকে আর সেভাবে দেখা যায়নি।

Link copied!