সব গুজবের অবসান ঘটিয়ে অবশেষে চলেই গেলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলিউডের নামি প্রযোজক ও নির্মাতা করণ জোহর।
সোমবার দুপুরে ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি লেখেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রিতে একটি শূন্যতা তৈরি হয়েছে, এমন একটি স্থান যা কেউ কখনো পূরণ করতে পারবে না।
সর্বদা একমাত্র ধর্মজি থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি স্যার। আমরা আপনাকে অনেক মিস করব। আজ স্বর্গ ধন্য।
আপনার সঙ্গে কাজ করা আমার জন্য সর্বদা আশীর্বাদ থাকবে এবং আমার হৃদয় শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে বলে... আভি না যাও ছোড়কে... কে দিল আভি ভার নাহি...ওম শান্তি।’
এ ছাড়া তিনি আরো লেখেন, ‘একটি যুগের সমাপ্তি। একজন বিশাল মেগা তারকা, মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক, অবিশ্বাস্যভাবে সুদর্শন এবং সবচেয়ে রহস্যময় পর্দার উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি।
এরপর বর্ষীয়ান এই অভিনেতার সঙ্গে নিজের ছবি পোস্ট করে একটি আবেগঘন বার্তা লিখেন অক্ষয় কুমার। তিনি লেখেন, ‘ছোটবেলায় ধর্মেন্দ্রজি ছিলেন সেই নায়ক যা প্রতিটি ছেলেই হতে চাইত। আমাদের ইন্ডাস্ট্রির আসল হি-ম্যান। প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনার সিনেমা এবং আপনার ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। ওম শান্তি।’
অভিনেতা অজয় দেবগণ লেখেন, ‘ধরমজির কথা শুনে মন ভেঙে গেল। তাঁর উষ্ণতা, উদারতা এবং উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। শিল্প একজন কিংবদন্তি হারিয়েছে এবং আমরা এমন একজনকে হারিয়েছি যিনি আমাদের সিনেমার আত্মাকে রূপ দিয়েছেন। শান্তিতে ঘুমান, ধরমজি। ওম শান্তি।’
তারা ছাড়াও ধর্মেন্দ্রর বিদায়ে শোক প্রকাশ করেছেন অভিনেতা সুনীল শেঠি, অভিনেত্রী কারিনা কাপুর, কিয়ারা আদভানী প্রমুখরা।



































