• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

ভূমিকম্প: ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:১০ পিএম
ভূমিকম্প: ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
ফাইল ছবি

রাজধানী ঢাকায় পরপর কয়েক দফায় ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০টি ছোট-বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজউক চেয়ারম্যান বলেন, শুক্রবারের ভূমিকম্পে ৩০০টির মতো ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে পেরেছি। নিয়মবহির্ভূত এবং নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজউক ও ভবন মালিক উভয়েরই দায় আছে। তবে মূল দায়ী ভবন মালিক।

রিয়াজুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না।

রাজউক কাউকে প্ল্যান করে দেয় না উল্লেখ করে তিনি বলেন, বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজউকে জমা দেয় এই শর্তে যে, রাজউকের নিয়ম মোতাবেক করবেন। পরে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত। এর দায়ভার রাজউকের না।

সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না বলে মনে করেন রাজউক চেয়ারম্যান। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় ছয় মাস থেকে এক বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগোনোর ব্যাপারে মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভূমিকম্প ঝুঁকি নিরূপণে সরকারি দফতরগুলোর পাশাপাশি এলাকাভিত্তিক বিভিন্ন ফার্মকে সার্ভের দায়িত্ব দিতে হবে।

উপদেষ্টা বলেন, ভূমিকম্প ঝুঁকি এড়াতে ছয মাস থেকে এক বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নে আগাতে হবে। প্রকৃতি বারবার ছাড় দেবে না।

ভূমিকম্পের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে কয়েকজন উপদেষ্টা ও বিশেষজ্ঞকে প্রধান উপদেষ্টা ডেকেছেন বলে জানান তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। তিনি বলেন, রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!