• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

আবারও মার্ভেলে ফেরা লিভের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৫:০১ পিএম
আবারও মার্ভেলে ফেরা লিভের

মার্ভেলে তাঁর শেষ কাজ ছিল ১৫ বছর আগে। ২০০৮ সালের সেই হিট সিনেমার নাম ছিল ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’। এরপর আর মার্ভেলের সঙ্গে কাজ হয়নি তাঁর। সেই সাড়া জাগানো অভিনেত্রী হলেন লিভ টেলর। তাঁর ভক্তদের জন্য আসছে সুখবর। আবার তিনি ফিরছেন মার্ভেলে। দর্শকরা লিভকে দেখতে পাবেন ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : নিউ ওয়ার্ল্ড অর্ডার’ সিরিজেই। হলিউডের বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।  

এক বিবৃতিতে মার্ভেল জানায়, দীর্ঘদিন পর আবারও মার্ভেল পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন লিভ টেলর। নতুনভাবে পরিবারে যুক্ত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন। আশা করি নতুন এ যাত্রায় আমাদের ভালো কিছু মুহূর্ত তৈরি হবে।”

‘ক্যাপ্টেন অ্যামেরিকা : নিউ ওয়ার্ল্ড অর্ডার’ সিনেমায় লিভকে এক বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম বেট্টি রোস। ক্যাপ্টেন অ্যামেরিকা সিরিজের জনপ্রিয় চরিত্র জেনারেল থাড্ডুসের মেয়ে তিনি। 
নতুন এ সিরিজটি পরিচালনা করছেন জুলিয়াস ওনাহ। সিনেমার প্রধান দুই চরিত্রে থাকছেন অভিনেতা হ্যারিসন ফোর্ড ও অ্যান্থনি ম্যাকি। অভিনয় শিল্পী হিসেবে আরও থাকছেন সিরা হ্যাশ, ড্যানি রেমিরেজ, সেবাস্তিয়ান স্ট্যান, টিম ব্ল্যাঙ্ক, এমিলি ভ্যানক্যাম্প, কার্ল ল্যাম্বলি।

২০২৪ সালের ৩ মে সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে।

Link copied!