প্রায় ১০ বছর আগে মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও সৌরভ শুক্ল অভিনীত সিনেমা ‘জলি এলএলবি’। এই সিনেমা যেমন প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারা, তেমনই বক্স অফিসেও সাড়া জাগিয়েছিল।
সিনেমার সাফল্যে উৎসাহিত হয়ে দ্বিতীয় ভাগও তৈরি হয় ২০১৭ সালে। ‘জলি এলএলবি ২’ সিনেমাতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, হুমা কুরেশি, সায়নী গুপ্ত, অনু কাপুরের মতো অভিনেতারা। এরপর কেটে গেছে প্রায় ছয় বছর। এত দিন পরে অবশেষে ‘জলি এলএলবি ৩’ সিনেমা নিয়ে মিলল জল্পনার জবাব।
আনন্দবাজার জানায়, ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাতে মুখ্য চরিত্রে আরশাদ ওয়ারসি অভিনয় করলেও দ্বিতীয় ভাগে সেখানে তার জায়গায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তবে এবার ‘জলি এলএলবি ৩’ সিনেমাতে বাদ পড়ছেন না কেউই। তৃতীয় সিনেমার জন্য অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
শোনা যাচ্ছে, সিনেমাতে নাকি একে অপরকে টেক্কা দিতে চলেছে দুই উকিল। আগামী বছর থেকে শুরু হতে চলেছে সিনেমার শুটিং।